Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

                              সেবার নাম                                                                                                                            

১। জাতীয় পরিচয় পত্র প্রদান ও ভোটারদের মধ্যে বিতারন করা।                                                                                                                                                                                                                            ২। জাতীয় পরিচয় পত্রে কোন ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া।

৩। জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে ভোটারদেরকে ডপ্লুকেত আই ডি কার্ড প্রদান করা।

৪। ভোটার স্থান্তর করে দেওয়া।

৫। ভটার তালিকা হালনাগাদ/সংশোধন করা।

৬। ভোটারদের ১৮ বছর পুন হলে  ভোটার তালিকায় নাম স্থান্তর করে আই ডি কার্ড প্রদান করা।

৭। ভোটার তালিকায় সত্যয়ন অনুলিপি প্রদান করা।

৮।ভোটার তালিকা প্রদশন করা।

৯। ইহা ছাড়াও রাষ্ট/নির্বাচন কমিশন করতিক সময়ে সময়ে জারিকৃত যে কোন সেবা জন গণের মধে্য পৌঁছে দেওয়া। 

 

 

                                                              কি ভাবে পাবেন

                     নির্বাচন কমিশন কর্তিক সরবরাহ কৃত নিধারিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে।